রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

লালপুরে শীতার্তদের মধ্যে বিভাগীয় কমিশনারের কম্বল বিতরণ  

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরে শীতার্তদের মধ্যে বিভাগীয় কমিশনারের কম্বল বিতরণ  

নাটোরের লালপুরে রাতের অন্ধকারে শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতার পরশ দিতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। 

গত রোববার রাতে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী প্রায় ৫০ জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
 
শীতে কষ্ট পাওয়া দরিদ্রদের খোঁজ-খবর নেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজিমনগর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এসময় বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।

এর আগে দিনভর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। 

টিএইচ